আঘাতে প্রতিঘাত
স্বাস্থ্যসম্মত কৌশল নয়!
রক্তের স্রোত ধারালো হয়।
প্রত্যাখ্যান ওভাবে নয়
ওটা বিজ্ঞান সম্মত নয়
সাগর পাড়ের বালুচরে
দাগকেটে যায় ঝিনুক, রঙ্গিন কাঁকড়া।
অবুঝ শিশুর ন্যায় করোনা বৃথা চেষ্টা
সাগর বুকে লেখে দিতে আপন নাম
তেড়ে আসা ঢেউ ভাসিয়ে নিবে
সাগরও বোঝে ভালোবাসা
হয়তো তোমাকে তলিয়ে নিবে
তার অন্তর গভীরে
বাদ্ধ করবে বিদায়ে...
এরকম বিদায়
মননশীল নয়।
বলছি না কবিকে ভালোবাসতে
ফুল সবাই ভালোবাসে,
খুব কমসংখ্যক প্রাণ আছে
যারা কাটারাঘাত ভয় পায়না
বরং জানতে চায় যিশুর কষ্ট
খুব বেশি ছিলো কি না?
স্রষ্টাকে স্রষ্টার মতোই থাকে দাও
সৃষ্টিতেই স্রষ্টা ব্যস্ত
শুধু এটুকোই চাওয়া ভালোলাগলে
হাততালি দিও...