ঘুটঘুটে অন্ধকার রাতেও
সেদিন দেখেছিলাম জ্যোৎস্না-
পুকুরপাড়ের বকুল তলায়।
প্রশস্ত রাস্তায় ঝড়ে পরেছিল কিরণ
কারা যেন নিয়েছিল ধুয়ে বকুলের সুগন্ধ।
ফুলেরা ফুলকে স্পর্শীতে চেয়েছিল বারংবার,
ভোমরের কবল থেকে বাঁচাতে।
ফুল হয়ে বোঝেনি ফুলের ফুলের ভাষা
ভোমরা বুখিছিল ঠিকি-
তাই জারায়নি মিথ্যে প্রজননে।


আজ শুক্লা ত্রিদশের দিন
বড় অচেনা লাগছে শৈশবকালের চিরচেনা পুকুরপাড়,
আপন ইচ্ছায় ফুল দুলছে অন্য টপে, গাছের ডালে।
আপন বিষে মরেছে জোনাকি-
ফুলের দহনে পুড়েছে ভােমরের পা।
প্রতিবন্ধী ভোমর রাতের প্রতীক্ষায়-
ঘুটঘুটে আধার রাতের!
শুধু জীবন্ত ফুলটি দেখবো বলে।