ক্ষোভ পর্ব  ০৫


ঘুম ভাঙ্গলেই বলে উঠি-
জন্মে আমি ধন্য মাগো, তোমার বুকেতে
ধন্য আমি ধন্য তোমার, স্বাধীন দেশেতে।
যেদেশে চাকরীর দরখাস্ত সরকার বরাবর নয়
স্বয়ং ঈশ্বরের নিকট দরখাস্ত
যেন, মুক্তিযোদ্ধার ঘরে জন্ম হয়।
যেদেশে একটা ওভারব্রিজের জন্য
রাস্তায় রক্তের স্রোত বইতে হয়
যেখানে দারিদ্র্যতার পুজিঁ করে
ইজ্জত নিলাম হয়।
সে দেশে জন্মে আমি ধন্য
যেদেশে সারে চার কোটি বেকার
একবিংশ শতাব্দীতেও অনাহারে কাটে দিন
হাসপাতালে লাশের মিছিলেও টাকার অঙ্ক কশাকশি
তবুও ভালো বেঁচে আছি, সেদেশে বেঁচে আছি
মনে না বললেও, মুখে তো বলি
ভালোবাসি তারেই ভালোবাসি
স্বপ্ন গুলো শুকিয়েই যায় দুই চোখেতে
মিষ্টি হেসে তবুও বলি-
জন্মে আমি ধন্য মাগো, তোমার বুকেতে
ধন্য আমি ধন্য তোমার স্বাধীন দেশেতে...