সত্যই বলেছিলাম,
বুকে হাত রেখে বলছি
সত্যিই বলেছিলাম
আধাঁরের ছায়াপথে, যেন দূর্বাঘাসের মিছিল হয়েছিল
তারপাশের ঝর্ণাধারা সাক্ষী
সেখানে কোনোদিন স্নান করেছিলাম না।
তবুও বৃথাই দোষী হলাম, অভাবী বলে
সেটা অপরাধ, সামাজিক, ধর্মীও, সভ্য সমাজেও
শুধু ওরা স্নান করে, করবে
একনাগাড়ে একাধিক ঝর্ণা ছেড়ে
ফোঁটায় ফোঁটায় পানি ছেড়ে
মনের সুখে স্নান করে
ওটা ধর্মীও জায়েজ, আর আমাদের অপরাধ
তবুও মানলাম অপরাধ, ওটা অপরাধ
তবে কি ধর্মটাকেও তেলোয় তেল করলো
বলতে গিয়েও পারবো না তা
সেটা নাকি বলাই বৃথা
অল্পতেই ভালো, আস্তিক
বেশী বললেই কবিরা নাস্তিক
তাই বলবো না, আর বলবো না
তবে এটা সত্য সেদিন সত্য বলেছিলাম
আজো সত্যই বলে গেলাম...