জ্বলেছি আদি থেকে এক মূহুর্ত পূর্বেও
জ্বলেছি আধাঁরে, আলোতে
জ্বলেছি হিমালয়ে তুষার তলে
মহাশশ্মানের চিতার পরে
সাইক্লোন, ঘূর্ণিঝড়, মহামারিতে
সর্বনাশী নার্গিসে,
অনাবৃষ্টি, অতিবৃষ্টি, শিলাবৃষ্টিতে
শুধু নেভেনি সে আগুন, নেভাতেও পারিনি।
শুধু এ পুরুষই নয়!
জ্বলেছে পিতা, পিতামহ, প্রপিতামহ, আদি বংশধর
এখনো জ্বলছি
দিব্ব জ্বলছি
হয়তো, আমার সন্তানও জ্বলবে
তার সন্তান, তার সন্তানের সন্তানও জ্বলবে
জ্বলতে জ্বলতে সনগ্র পৃথিবী জ্বলে যাবে একদিন
শুধু ক্ষুধা জ্বলবে না।