যেদিন প্রথম খুনি হলাম
আমার ধারালো চকচকে চাকুটাও-
হয়নি রক্তাক্ত
বিষন্নতায় বিভোর হলাম
আর ভাবতে লাগলাম
তবে কি খুন করতে পারিনি?
মনকে সান্ত্বনা দেয় মন
সময় নিয়ে মিশে যাই লাশের মাঝে
বারুদে বারুদ ঘষে আগুন জ্বালাই
আপন মনে শান দেই আপন তরবারী
নিজেকে প্রস্তুত করি খুনি হিসেবে
অতঃপর আবারও খুনি হলাম
তখনও রক্তের ছিটেফোঁটা লাগেনি তরবারীতে
অতঃপর আবার, তারপর আরো অনেক অনেক বার
তবুও ছিটেফোঁটা রক্তের দাগ লাগেনি।


অবশেষে জানলাম আমি মৃত মানুষকে খুন করার বৃথা চেষ্টা করেছি মাত্র,
শব ছেড়ে যাবার পথে জানলাম
মৃত দেহে প্রাণ এসেছিল এক কবির ভালোবাসায়
সমাজের বেড়াজালে জীবিত প্রাণ ছাড়তে
অন্তর কাঁপছিল এক কবির....