উৎসর্গ:- দেশমাতা শেখ হাসিনা'কে।


অনেক আশায় বুকটি ভরে,
এলাম মাগো তোমার ঘরে।
শুনবে কি গো তুমি।।
জন্ম নিলাম তোমার পেটে,
নাড়ি রক্ত মাংস  চেটে।
কোথায় যাবো আমি।।
একটি দাবি করবো মাগো,
ঘুম থেকে মা একটু জাগো।
শোনো আমার কথা।।
তোমার ছেলেই আঘাত করে,
হৃদয় ফেটে রক্ত ঝড়ে।
মনে অনেক ব্যথা।।
সবার মুখে একই বানী,
কুলুর বলদ টানছি ঘানি।
কেউ করেনা আপোষ।।
তোমার কাছে করছি দাবি,
দিবস ছাড়া কেমন কবি।
দাও মা কবি দিবস।।