উৎসর্গঃ- মেহেদী হাসান'কে


অনাহারেও কাটিয়েছি
মুখে একদিনও বলিনি,
অসুস্থতায় কাতরিয়েছি
চিকিৎসার আশা করিনি।
লেনদেন পৃথিবীর চাহিদা
নারাজ, তবুও করেছি-
ধিক্কারে মরতে বলেছে
অসংখ্যবার মরেছি।
মুখ থেকে লালা ঝড়েছে
বড় বাড়ির ভোজন দেখে,
তোমাদের ধুলো দিয়েছি
তেতুল বিচি কাছে রেখে।
ছেড়া জামায় তালি দিয়ে
বলেছি তোমাদের মিথ্যে,
বুঝেছ তোমরাও স্টাইল নয়
বলেছ ব্যঙ্গ্যচিত্তে।
যদি চাও তো দিয়ে দিবো
ভাঙাথালা মোটাচাল ভাত,
বিছানাটাও ছেড়ে দিবো
নির্ঘুম কাটিয়ে দিবো রাত।
পরের মেয়ে সস্তা নয় তো
আমি পাগল বখাটে,
বিয়ে হয়নি তাতেই বা কি?
বলিনি কিছুই মুখফুটে।
আমি পাগল তোমরাই বলো
দেখনি আমার পাগলামি,
কবিতা কেড়ে নিতে চাও?
কখনোই মানবোনা আমি।
যদি চাও তবে নিয়ে যাও
পিতার এই বসতি ভিটা,
তবুও দিয়ে যাও, দিয়ে যাও
হৃদয় নিংড়ানো কবিতা।
বাঁচতে চাইনা ধরণীতে
চাইনা দাম্ভিকতার জীবন,
থাকতে চাই কবিতা হয়ে
এই নামটা জানবে সকল জন।