উৎস্বর্গঃ- বন্নি'কে।


শুক্লা দ্বাদশের রজনী-
কুয়াশায় ঝড়ছে আকাশ কন্নার শীতল জল
ভিজে গেছে গায়ের গেঞ্জি
টিপটিপ নড়ছে হৃদপিন্ড বল,
রক্ত জমাটে মরছে মশা।
প্রায় অর্ধযুগ আগে-
এই রাস্তার বাঁকে
ঘন কুয়াশায় দেখেছিলাম ঐ অনির্মিত চোখ,
শীতের চাদরে মোড়ানো পুষ্প-
থামিয়ে দিয়েছিল দন্ত কম্পন।
তুমি আছো তাই প্রতিটা সকাল পুর্নজন্ম,
দু'সহস্র জন্মান্তে আজো দাঁড়িয়েছি-
তোমায় দেখবো বলে।
রজনী ফুরিয়ে গেল
আরেক জন্ম এলো,
সহস্র নয়,  সহস্র নয়,
যদি লক্ষ জনম পাই-
তোমার অপেক্ষাতেই থাকবো।