আমার শেষ সজ্জার কালে
নীল কাফনে মু্ড়িয়ে দিও।
জীবন চলার পথে কষ্টই পাথেয়,
কত নোনাজল ঝড়ালাম
জীবনাংশ ক্ষয়ালাম
আমার শেষ বিদায়ে নোনাজল ফেলবেনা কেউ
মিলিয়ে নিও, কথাটি মিলিয়ে নিও।
কারো চোখে জল নেই-
ওখানে সব বাধা পেরিয়ে নামবে প্রশান্তি।
চাহনিতে স্পষ্ট নির্বিঘ্ন প্রেম পরশ।
কাউকে খুজে পাবেনা
অশ্রু ভেজা চোখ, কান্নার অভিনয়ে মুখ।
মিলিয়ে নিও, কথাটি মিলিয়ে নিও।
কিন্তু কাঁদবে নিশ্চয় কাঁদবে-
আমার চিরোতরে চোখ বোজার কথা শুনে -
নিশ্চয় কাঁদবে বন্নি।
শুধু এটুকো মনে রেখো
নোনাজলটুকো যেন মাটিতে না পরে,
আতর করে নীল কাফনে ছিটিয়ে দিও।
আমার শেষ বিদায়ে নীল কাফনে মুড়িয়ে দিও।