সোনালী তেজ মলিনতাহীন আকাশ-
সাদা মেঘে কেড়েনেয় মন,
শুধু একটু সময় চেয়েছিল নন্দিনী।
অভাবীদের মন চায় কিছু দিতে,
কিন্তু ঢাকা পড়ে কালো ধোয়ায়।
মলিনতাহীন একটু সময় চেয়েছিল-
তাই কার্পণ্য করেনি-
বলেছিল অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে
প্রহসন করেনি-
বলছিল ভালোবাসে
তাই ভালোবেসেছিলাম,
সাদা মেঘের ভেলায় ভেসেছিলাম উৎফুল্ল মনে।
মেঘ তো নয়-
যেন অন্তমনের বহির প্রকাশ।
জুয়ার কোঠে ঢেলে দিয়ে সমস্ত অর্জন,
স্রষ্টার স্বরন মাথা তুলে তাকালাম-
মেরুতে মেরুতে রেষারেষিতে
হঠাৎ হাড়িয়ে গেল মেঘ।
চলে গেল নন্দিনী
বলে গেল বোকা;
অভিনয় বোঝনা---
দীর্ঘ শ্বাস সঙ্গী করেই বলেছিলাম সেদিন,
অভাবীরা অভিনয় বোঝেনা।