ছেড়ে দিলাম পোষাপাখি
সেচ্ছায় নয়!
বাদ্ধ হয়েই, ছেড়ে দিলাম!
ছেড়ে দিলাম-
ইঁদুর হতে পারিনি বলে।
আমার ভাঙ্গা ঘরে বৃষ্টি পড়ে
ফোটায় ফোটায়,
কখনো মুশুলধারে
অক্সিজেন সংকট এথায়।
তুষেরঅনল যায়না দেখা
পুড়ে যায় পা, মরে যায় প্রাণ।
বিশ্বাসঘাতক মিষ্টি ভাষী!
সুশ্রী আনন, নিরব ঢেউ তার মুলধন
সবাই যেন খদ্দের তার।
সে পাখি কি জানতো এটা
পাখী শিকারির সরদার আমি
সব প্রশিক্ষণ আমিই করাই
মেদুরে ইদুর খুঁজেছে সারাক্ষণ
ইদুর হতে পারিনি।
এটাও জেনে নেয়া ভালো
গণকে গুণতে পারেনা নিজের ভবিষ্যৎ
পুরোহিত করেনা নিজের বাড়িতে পূজা
আত্মহত্যাকারী নিজেও জানে,
আত্মহত্যা মহাপাপ।
তবুও-
নিঃশর্তে দিয়েছি ছেড়ে আমার পোষাপাখি।