আগাছায় ভরে থাকে-
খাজনার ভয় নেই,
সার নেই, চাষ নেই, চাষি নেই
পতিত জমি-
ফসল উৎপদন কিবা দেয়-
ভিন্নতার গ্লানি, বুক ছেড়ার সুখ, প্রজাপতির ছন্দ।
খাদ্য দিয়ে, জ্বালানি দিয়ে জ্বলতে হয়-
বুকের রক্তে ফলাতে হয় ফসল
উত্থান নাই হলো
পতনই খুব ভালো-
গবাদিপশুর চরণতলে অন্ধককারেই রয়ে গেল
পতিত জমি,
সেই ভালো।।
বিষে ধরেনা আটকে,
মরেনা কীট
জোনাকে মিছিলে শুধুই আলো
পতিত জমি সেই ভালো।।
সেচ নেই, পানি নেই
সুখের গ্লানি নেই-
ভরসা নেই, সাহস নেই, মিথ্যে অভয় নেই-
দুর্যোগে মরন নেই।
গান গায় দূরের পাখি
চরন চলে পরেথাকে
না কোন স্বপ্ন আঁকে
দুচোখ ভরে বিশ্ব দেখে
সাদার চেয়ে ভালো কালো
পতিত জমি সেই ভালো।