স্রষ্টার সম্মুখে বলেছি বারংবার
এ তোমার কাজ
শুধুই প্রাণদেয়া।
কেড়ে নেয়াও তোমারি কাজ।
সাজানো, গোছানো, জন্মদেয়া
এ যেন দ্বায় পড়েছে সবে
শুধুই মানবজাতির দ্বায়!
অসংখ্য প্রাণীর ভীড়ে,
অভাবী শুধুই মানুষ
কাজ করবে, ঘর বাধবে, জন্মদিবে, জন্মনিবে
দুঃখ ও সুখ সবই মানুষের
তুমি তো প্রশংসার কাঙ্গাল
অভাবীদের ঘোর অভাব আর
বিনাচিকিৎসায় মৃত্যু,
যেন নিয়তি মনুষের।
তোমার স্বর্গের লোভে
তবুও মানুষ কাঁদে-
এক আত্মার স্বর্গ নিশ্চিত করতে
অসংখ্য আত্মার বলি