কে আছো, মাইক্রোফোনটা ধরো-
আজ আমি কিছু বলতে চাই।
ভিষণ ক্ষুধা নিয়ে দাঁড়াতে পারছিনা সোজা হয়ে
পাছে যদি পরে যাই স্টেজের ওপর
যেতেই পারি, অস্বাভাবিক কিছু নয়,
ক্ষুধার জ্বালায় জ্বলছে আমার পৃথিবী
খাদ্যনালী থেকে শুরু করে-
শুকাতে শুকাতে বাকি নাই আর কিছু।
আমি মরে গেলেও নাই কোনো কৈফিয়ত
নেই কোনো বিচার, নেই সমবেদনা,
যদি ভেঙে যায় মাইক্রোফোন-
কে নিবে তার দ্বায়,
কে আছো, মাইক্রোফোনটা ধরো।


আজ শুধু আমার নয়-
আমার মতো ভুকা নাঙাদের কথা বলবো।
যারা নিত্যের মূসা ইব্রাহিম
দারিদ্র্যতার পাহাড় বইতে বইতে ক্লান্ত,
তাদের কথা বলবো-
যাদের জীবন বাচিয়ে রাখা দ্বায়,
আজ সর্বচ্চ ডিগ্রিধারী কৃষকের কথা বলবো।
সরকার?
না না, সরকার ঠিকই আছে
একরত্তিও মিথ্যা বলছি না আমি
সরকারের নজর তো আজ উন্নত বিশ্বের সাথে পাল্লা,
তা-না হলে দেশ উন্নত হবে কি করে?
আমার মতো নিচুতলার মানুষদের চিৎকার-
কোনোদিন পৌঁছাবে না অতদূর।
আমি নিচুতলার মানুষদেরই কিছু বলতে চাই
ওরে কে আছিস মাইক্রোফোনটা ধর
আমি আমার ক্ষুধার কথা সবাইকে জানাতে