লকডাউনে শ্বাসরুদ্ধকর সুখের বাজার
তবুও নিয়মিত আয়োজন সুখের বাজারের
নিয়মিত আনাগোনা সুখ সন্ধানীদের।


শহরের সিনেমা হলের সামনে
জনশূন্য রাস্তার ধারে
রাতের আঁধারে গলির মাথায়-
বাসস্ট্যান্ডে, রাস্তার ধারে ঝোপঝাড়ে,
রূপকথার মাছের মাথায় মোহরের মতো
সুখ নিয়েও দাঁড়িয়ে থাকে কেউ কেউ।


সাধনার সুখ আজ এতোটা সহজেই মিলছে
কোন সে পাগল আছে,
এতোটা সস্তায় বিকিয়ে বেড়ায় সুখ?
সুখ কিনতে নয়, বাজার জানতে নয়
কারণ জানতেই এগিয়ে গেলাম।


ধিক্কার, ধিক্কার দিয়ে আজ বলতে ইচ্ছে করে-
আমিও মানব!
খাদ্য হীন মিথ্যা দুনিয়াদারী!
পঁচিশ বছরে এসে জানলাম-
পাউরুটির ক্রিম টুকো পরে লাগানো হয়েছিল।।