একটু আঁধার খুঁজছে কেউ
রাতের আকাশে আজ অসংখ্য সূর্য
অবৈধ্য নিষ্পাপ প্রাণটা
আর কিছুক্ষণেই হবে পাহারাদারের খাদ্য
একটু আঁধার খুঁজছে।
শীতকাল এতোটা দীর্ঘ হয় জানাছিলোনা তার
জানাছিলোনা ফেটে যায় পায়ের গোড়ালি।
শীতঋতুর অগ্নিতাপে,
ঠোট ছিঁড়ে ফোটায় ফোটায় পড়ে রক্ত।
কখনো একটু বেশীই শীতনুভব হয়
প্রতিবেশীর অগ্নিতাপে তারও ইচ্ছে হয়
তাইতো আগুন জ্বলায় মকমলের রেশমি কাপড়ে
জ্বলে, আগুন জ্বলে
দাউদাউ করে জ্বলে
সেচ্ছায় জ্বলে
কাউকে জ্বলাতে জ্বলে
কারো আনন্দে জ্বলে
একবার জ্বললে প্রতিদিন জ্বলে
রুটিন মাফিক জ্বলে
অবৈধ্য নিষ্পাপের জন্মতে জ্বলে
জ্বলে আলো-আঁধারে জ্বলে
আধার কাটতেই খোঁজে আঁধার
একটু আঁধার,
অবৈধ্য নিষ্পাপকে করে পাহারাদারের খাদ্য
অতঃপর জ্বলে,
শীতগ্রীষ্মে একাধারে জ্বলে।