তিলেতিলে বড় হয়
চোখে বাধে, শুরু হয় লোকমুখে আলাপ, সংলাপ।
কচ্ছপ চলে হরিণের গতিতে-
তদন্ত ওঠে হুতুমপেচার দরগায়
যেন পাতার ছায়ায় ছ্যাঁতছ্যাঁতে পরিবেশে
পচন ধরেছে বৃক্ষে, মুলে, শাখাপ্রশাখায়।
যুগ ঘুরে নতুন যুগ আসে
তবুও ডাকেনা কোকিল
চলছে আদল,
শ্রেষ্ঠ শক্তি মাঝেমধ্যে দেখা দেয়
আবারো চাপাপড়ে আধারে
মশামাছির এসেছে ভাদ্রমাস
কীট গুলো ছিদ্র করে পাতা
কখনো পচে যাওয়া ঢাল ভেঙ্গেযায় বৈশাখে
অক্ষম ধরে রাখতে পাতার ভার
কখনো ঝড়ে যায় পাতা
উচু জমিন হয় আরো উচু
শুধু ডুবে রয় বিল
কাঁকড়ার আশ্রয়স্থল।