স্বর্গের পরীরাও মানবে হার
রক্ত মাংসের পরী দেখে-
এটা ভুল নয়, এটা বাস্তবতা।
কোন কাল্পনিক ছবি নয়,
নয়ত মনগড়া কোন প্রতিমা
এ যেন নিপুণহাতে স্বয়ং ইশ্বরের সৃষ্টি।
কৃষ্ণের রাধাও ঈর্ষায়-
থাকতো, পর্দার অন্তরালে।
যদি এ বদনখানি সম্মুখীন হতো তার।
এটা কল্পনা নয়, এটা দৃঢ় বিশ্বাস।
কেটে যায় এমনো অসংখ্য নিশি-
যা চন্দ্র বিহীন।
অসংখ্য তারকা নয়-
পেয়েছি সুখ তারাটি।
ভুল নয়, ভুল নয়!
নয় কোন ঘোর কল্পনা-
পেয়েছি যা, সবই বাস্তবতা।
হার মানবে স্বর্গের পরী
ইশ্বরের প্রতি এ আহবান
শুধু ভূলোকে নয়-
স্বর্গেও চাই এই বাস্তবতা।