ব্যস্ততার বেড়াজাল ছিড়ে-
বিমানবন্দরে গিয়েছিলাম,
কারো আসার অপেক্ষায় নয়
নয় তো কাউকে বিদায় জানাতে
শুধুই মনের ঘরে আবদ্ধ বেদনার লেলিহান আগ্নেয়গিরির কোপ থেকে হৃদয়কে সাময়িক প্রশান্তি দেয়ার প্রতীক্ষায়।
একাকী নয় শুধু সাথে আরো তিনজন
ওরাই বলেছিল,
মনটা একটু হালকা হবে
যেহেতু লেখিস?
দুএক লাইন পেয়েও যাবি হয়তো।
কোনো লাইন পাইনি,
কোনো শব্দ পাইনি,
পাইনি কোনো বর্ণ।
বন্ধুরাও বিশ্বাস করেছিল আমাকে,
কিছুই পাইনি বলে, দিয়েছিল শান্তনা।
তবে অকৃতজ্ঞের দলে আমি নই
বিমানবন্দরে বাহির বিভাগে গেটে
এক ঝলকা হাসি দেখেছিলাম
সেটা কোনো কবিতা নয়-
কোনো লাইন নয়-
কোনো শব্দ নয়-
সেটা একটা পূর্ণাঙ্গ কাব্যগ্রন্থ
কসম করে বলছি-
ওটা একটা পূর্ণাঙ্গ কাব্যগ্রন্থ।
কিছুই পাওনি বলে হে বন্ধুগণ
কোনো দুঃখ করো না,
প্রতিটা সূর্যের জন্মমৃত্যুতে আমি যা দেখি-
তোমারা তা নিয়ে,
কখনোই ভাবোনা...