পঁচিশে জানুয়ারি (শুভ জন্মদিনের কবিতা)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


পঁচিশে জানুয়ারি আসে যায় তাড়াতাডি
জন্মদিন বছর বছর,
দিন যায় মাস যায় কিছু স্মৃতি মনে নাই
জন্মদিন আসে নিরন্তর।



মোবাইলে বার্তা আসে কত স্মৃতি মনে ভাসে
পার হয় নতুন বছর,
আসে শুভ নববর্ষ কত হাসি কত হর্ষ
জন্মদিন আসে অতঃপর।



আজি শুভ জন্মদিন মনে জাগে আশা ক্ষীন
জাগে মনে বিবিধ সংশয়,
আর কতকাল রব কখন বিদায় লব
যেতে হবে জানি সুনিশ্চয়।



আমারে মার্জনা কর দোষ ত্রুটি নাহি ধর
ক্ষমা কর হে কবি সমাজ!
ভুল যদি করে থাকি সবাকাছে ভিক্ষা মাগি
ক্ষমাভিক্ষা মাগি আমি আজ।



আজি প্রাণের স্পন্দনে নব আশা জাগে মনে
মনে ভাবি হব আমি কবি,
কত স্মৃতি কত ব্যথা কবিতায় বলে কথা
অন্তরে রেখেছি এঁকে ছবি।