আমার গাঁয়ের মাটি....... পবিত্র বিশুদ্ধ খাঁটি
আমার গাঁয়ের কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
সবুজ ছায়ায় ঘেরা গ্রামটি সবার সেরা
মোর গ্রাম সুখ স্বর্গধাম,
গ্রামের সরস মাটি সুখের বসত বাটী
মাটিমাকে জানাই প্রণাম।
মাটিতে নিকানো ঘর অপরূপ মনোহর
খড়ো চাল মাটির উঠান,
পূবদিকে রবি উঠে ফুলশাখে ফুল ফুটে
তরুশাখে পাখি গায় গান।
সবুজ তরুর ছায় রাখাল বাঁশি বাজায়
বধূরা কলসী কাঁখে নিয়ে,
ছাড়িয়া নদীর ঘাট পেরিয়ে সবুজ মাঠ
আসে ঘরে গলিপথ দিয়ে।
অজয় নদীর ঘাটে সারাদিন বেলা কাটে
যাত্রীদল পার হয়ে যায়,
আমার গাঁয়ের মাটি বিশুদ্ধ পবিত্র খাঁটি
লিখিল লক্ষ্মণ কবিতায়।