গাঁয়ের ছায়া মাটির মায়া... মা মাটি মানুষের ভালবাসা
আমার গাঁ আমার মা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আমাদের গ্রামখানি ছায়ার ঘোমটা টানি
সবুজ শোভায় লাগে ভালো,
এ গাঁয়ের সীমানায় শীতল তরুর ছায়
কাজলা দিঘির জল কালো।


তালদিঘি ধারে ধারে তালগাছ সারে সারে
রাঙাপথে চলে গরুগাড়ি,
সরানেতে উড়ে ধূলো ছুটে চলে গরুগুলো
অজয় নদীর ঘাট ছাড়ি।


রাখাল গরুর পাল নিয়ে সকাল বিকাল
মাঠে মাঠে বাঁশিটি বাজায়,
সূর্য পশ্চিমের পানে পাখিদের গানে গানে
দিনশেষে আলোক লুকায়।


নামে সাঁঝের আঁধার নদীঘাটে চারিধার
দূর গাঁয়ে দীপ উঠে জ্বলে,
হলে সাঁঝের সময় বাউলের গান হয়
নদী তটে বট গাছ তলে।


আমাদের এই গ্রাম জন্মভূমি পূণ্যধাম
মা মাটি মানুষ আমার,
লিখিল লক্ষ্মণ কবি সুন্দর গাঁয়ের ছবি
এই গ্রাম প্রিয় সবাকার।