গাঁয়ের মানুষ আমার আপন........গাঁয়ের মাটি আমার মা
আমার গাঁয়ের সবুজ কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


মাটির পাঁচিল ঘেরা ছোট বাড়িঘর,
সবুজ তরুর ছায়ে অতি মনোহর।
এ গাঁয়ের মাটি মোর সুখ স্বর্গধাম,
আমার মাটির মাকে জানাই প্রণাম।


মাঝখানে সোনাদিঘি কালো তার জল,
জল নিতে আসে ঘাটে রমনীর রল।
দিঘির শীতল জলে সবে স্নান করি,
বধূসব চলে ঘরে রাঙাপথ ধরি।


রাঙাপথ চলে গেছে সোজা নদীঘাট,
বাঁয়ে তার দুই ধারে ফসলের মাঠ।
রাখালের বাঁশি বাজে রাখালিয়া সুরে,
অজয় নদীর ঘাট সেথা হতে দূরে।


আমাদের গ্রামখানি সবুজের ছায়ে,
সন্ধ্যায় আরতি হয় আমাদের গাঁয়ে।
শঙ্খ ঘন্টা ঢাক বাজে সাঁঝের সময়,
কবি লক্ষ্মণ ভাণ্ডারী কবিতায় কয়।