আদ্যাশক্তির আরাধনা ও দেবী বন্দনা
দুর্গাপূজার কবিতা-১৪২৮ (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


মহা নবমীর পূজা খ্যাত চরাচরে,
পূজার্চনা হোমযজ্ঞ সারাদিন ধরে।
মন্ত্রপাঠ পূজার্চনা বিধিমতে হয়,
ঢাকীরা বাজায় ঢাক, পূজার সময়।


শোভিছে মঙ্গলঘট তাহে আম্রশাখা,
মণ্ডপের চারিপাশে আলপনা আঁকা।
সুগন্ধি চন্দন আর ধূপ দীপ মালা,
সুমিষ্টান্ন ফলমূল বরণের ডালা।


যজ্ঞশেষে যূপকাষ্ঠে ছাগ বলিদান,
পশুরক্তে দেবীপূজা শাস্ত্রের বিধান।
বলিহারী দুর্গাপূজা, না মানে বারণ,
ছাগহত্যা করে পূজা কিসের কারণ।


বলিহীন হোক পূজা সর্বধর্ম সার,
বন্ধ কর পশু হত্যা এই বসুধার।
মহা নবমীর কাব্য হলো সমাপন,
লিখিল লক্ষ্মণ কাব্য শুনে সর্বজন।