আদ্যাশক্তির আরাধনা ও দেবী বন্দনা
দুর্গাপূজার কবিতা-১৪২৮ (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বিজয়া দশমী আজি পূণ্য শুভক্ষণ,
মহা দশমীর পূজা বিখ্যাত ভুবন।
পূজার্চনা মন্ত্র পাঠ বিধি মতে হয়,
শুভ বিজয়া দশমী সকলেই কয়।


পূজাশেষে পুষ্পাঞ্জলি দেয় সর্বজন,
রমণীরা করে সবে প্রতিমা বরণ।
ঢাকীরা বাজায় ঢাক কাঁসর বাজায়,
মহিলারা মেতে উঠে সিঁদুর খেলায়।


বিসর্জনের বাজনা বাজিছে যখন,
দশমীতে হবে আজি দেবী বিসর্জন।
প্রতিমা লইয়া নদী ঘাটে আগমন,
অজয়ের নদীজলে দেবী নিরঞ্জন।


দশমীতে অশ্রু ঝরে আজি সবাকার,
একটি বছর তরে প্রতীক্ষা আবার।
বিজয়া দশমী আজি শুন সর্বজন,
দশমীর কাব্য লিখে শ্রীমান লক্ষ্মণ।