অঘ্রানে ধানের খেতে..... সোনা ধানের হাসি
বাংলার ঘরে ঘরে নবান্ন উত্সব (সপ্তম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


অঘ্রানে ধানের খেতে সোনা রোদ ঝরে,
চাষী মাঠে ধান কাটে সারাদিন ধরে।
গাছে গাছে পাখি ডাকে রাঙাপথ ধারে,
ঝাঁকে ঝাঁকে ওড়ে বক অজয়ের পারে।


গাঁয়ের পথের বাঁকে ছোট দিঘি আছে,
দিঘি পাড়ে তালগাছে ঘুঘু পাখি নাচে।
খেজুর, সুপারি, তাল, পথের দুধারে,
খেজুরের রস ঝরে মৃত্তিকার ভাঁড়ে।


অঘ্রানে ধানের খেতে মাঠ ভরা ধান,
রাঙাপথে গাছে গাছে পাখি গাহে গন।
গোরু মোষ মাঠে চরে সবুজ ডাঙায়,
ধান মাঠে ঘুঘু পাখি খুঁটে ধান খায়।


অজয়ের নদীঘাটে পড়ে আসে বেলা,
নদীচরে ভেঙে যায় বলাকার মেলা।
বলাকারা নীড়ে ফেরে সাঁঝের বেলায়,
অজয় আপন বেগে বয়ে চলে যায়।