অঘ্রানে ধানের খেতে..... সোনা ধানের হাসি
বাংলার ঘরে ঘরে নবান্ন উত্সব (ষষ্ঠ পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


অঘ্রানে ধানের খেতে বনটিয়া আসে,
দূরে কোথা বাজে বাঁশি মিঠা সুর ভাসে।
গাছে গাছে পাখি ডাকে হরষিত মন,
গাঁয়ের পথের বাঁকে আছে তালবন।


রাঙাপথ চলে গেছে নদীঘাট ছাড়ি,
খেজুরের রস নামে গাছে বাঁধা হাঁড়ি।
নতুন আখের গুড়ে সুগন্ধ ছড়ায়,
গ্রাম সীমানার বাঁয়ে নদী দেখা যায়।


অঘ্রানে ধানের খেত মাঠে পাকে ধান,
দূরে কোথা বাজে বাঁশি রাখালিয়া গান।
অজয় নদীর চরে সোনা রোদ ঝরে,
সবুজ ডাঙার পরে গোরু মোষ চরে।


অঘ্রানে ধানের খেতে লক্ষ্মীপেঁচা আসে,
সাঁঝের আঁধার নামে কাঁটাঝোপ পাশে।
রাত কাটে ভোর হয় পাখি গায় গান,
চাষী সব চলে মাঠে কাটা হবে ধান।