অঘ্রানের ধানের খেতে ......চাষী সব ধান কাটে
নবান্নের কবিতা-১৪২৮ (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


মাঠে মাঠে সোনা ধান অঘ্রানের মাসে,
ভোর হতে হিম পড়ে আঙিনায় ঘাসে।
ঘরে ঘরে ধূম পড়ে নবান্নের উত্সব,
শিশু বৃদ্ধ যুবা নারী মেতে উঠে সব।


গাঁয়ের পথের বাঁকে গরু মোষ চরে,
রাখাল বাজায় বাঁশি সাঁঝে আসে ঘরে।
চাষীরা আনন্দে সবে মাঠে কাটে ধান,
ধান কেটে আঁটি বাঁধে সুরে গায় গান।


অজয় নদীর ঘাটে রবি পড়ে ঢলে,
সোনালী কিরণ ঝরে অজয়ের জলে।
সাঁঝের আঁধার নামে দূরে শালবনে,
পঞ্চমীর চাঁদ উঠে আকাশের কোণে।


মিটি মিটি তারাগুলি জ্বলে সারারাত,
রাত কাটে ভোর হয় জাগে সুপ্রভাত।
অঘ্রানের কাব্য-গীতি হল সমাপন,
কাব্যগীতি লিখে কবি শ্রীমান লক্ষণ।