অঘ্রানের ধানের খেতে ......চাষী সব ধান কাটে
নবান্নের কবিতা-১৪২৮ (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


অঘ্রানে ধানের খেতে বনটিয়া নাচে,
প্রভাত পাখিরা গায় বনে গাছে গাছে।
সকালে সোনার রবি পূরব দিশায়,
গগনেতে উঁকি দেয় কিরণ ছড়ায়।


আঁটি আঁটি ধান নিয়ে চলে গরুগাড়ি,
ধান নিয়ে আসে বাড়ি নদীঘাট ছাড়ি।
বর্তমান বর্ষে ধান হয়েছে ভালই,
আঙিনায় আছে বাঁধা ধানের পালই।


উনুনেতে আছে বড় লোহার কড়াই,
ধান সিদ্ধ করে তাতে বসি আঙিনায়।
ধান থেকে চাল হয় সেই চালে ভাত,
মোটা চাল মোটা ভাত খায় দিনরাত।


গাঁয়ে গাঁয়ে ঘরে ঘরে পড়ে যায় সাড়া,
নবান্নের উত্সবে মেতে উঠে পাড়া।
অঘ্রানে ধানের খেতে সূর্য অস্ত যায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।