আজ তাঁর ১২০তম জন্মদিবস। ১৮৯৭ সালের ২৩ জানুয়ারী সুভাষ চন্দ্র বসু ভারতের উড়িষ্যার  কটক শহরে জন্মগ্রহণ করেন। নেতাজী সুভাষ চন্দ্র  পরপর দুইবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন।  ব্রিটিশ কর্তৃপক্ষ তাঁকে এগারো বার কারারুদ্ধ করেছিল। দেশবাসীকে তিনি আহ্বান করেছিলেন "তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো।"-যা ভারতবাসীকে ব্রিটিশ শাসকদের বিতাড়নে উদ্বুদ্ধ করেছিল।


নেতাজী সুভাষচন্দ্রের ১২০তম পবিত্র জন্মদিবসে
আমার উত্সর্গীকৃত কবিতা।


অগ্নিশিশু সুভাষ


              - লক্ষ্মণ ভাণ্ডারী


ভারত মায়ের                   অগ্নিশিশু তুমি
             বীর নেতাজী সুভাষ,
জানিনা আজিকে                মোদের ছাড়িয়া
            কোথায় করিছো বাস?


সোনার ভারত                  করিতে গঠন
            সাধ ছিল তব মনে,
স্বাধীনতা তরে                 করিয়াছ রণ
            বিদেশী শত্রুর সনে।


আজাদ বাহিনী                করিয়া গঠন
            হইল নেতাজী নাম,
ত্যাগের মন্ত্রে                 লইয়াছ দীক্ষা
            রাখিতে দেশের মান।


কত জননীর                ঝরিল অশ্রু
           কত প্রাণ বলিদান,
শহীদের রক্তে              ভারত মাটিতে
          বহিল রক্তের বান।


স্বদেশের তরে            হাতে অস্ত্র ধরে
          লড়িল ভারতবাসী,
দলে দলে বীর             দেশের সন্তান
          গলায় পরিল ফাঁসি।


তোমার ভারত               হইল স্বাধীন
          দেখিলে না বীর তুমি,
তোমারে লভিয়া             ধন্য এইদেশ
          স্বদেশ ভারত-ভূমি।


জন্মদিনে তব                 দেশবাসীগণে
            জানাই মোরা প্রণাম,
সবার হৃদয়ে                 আছ তুমি বীর,
           গাহি তব জয়-গান।