গাঁয়ের মাঝি           নৌকাটি বাঁধে
        অজয় নদীর ঘাটে,
সোনার আলো         ছড়িয়ে কিরণ
         সূর্যি বসেছে পাটে।


ক্লান্ত পাখিরা          বাসায় ফেরে
       সাঁঝের সানাই বাজে,
দিবা অবসানে        আঁধার নামে
        নদীর ঘাটের কাছে।


ঘাট নির্জন        কেহ কোথা নাই
       জোনাকিরা শুধু জ্বলে,
আপন বেগে      অজয় নদী শুধু
        অবিরাম বয়ে চলে।


নদীর দুপারে         জ্বলে ওঠে দীপ
        আঁধারেতে থাকে ঘাট,
পথের বাঁকে         শেয়ালেরা ডাকে
         দূরে সোনা ডাঙা মাঠ।


রাতের আকাশে      চাঁদতারা হাসে
         জোছনার রাশি ঝরে,
মৌন রজনী          ঘুমায় একাকী
         অজয় নদীর চরে।