অজয়ের জলরাশি .......বয়ে চলে দিবানিশি
বইছে অজয় আপন বেগে (দ্বিতীয় পর্ব )
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


আমার গাঁয়ের পাশে বহিছে অজয়,
পথ বাঁকে ফুলশাখে ফুল ফুটে রয়।
পূবেতে অরুণ উঠে
ফুলবনে ফুল ফুটে,
বাসি ফুল ভূমে লুটে
                     প্রভাত সময়,
অজয়ের জলধারা কল কল বয়।
আমার গাঁয়ের পাশে বহিছে অজয়।


অজয় নদীর ধারা আঁকাবাঁকা চলে,
ছল ছল কল কল কত কথা বলে।
বক বসে নদীচরে
ছোট পুঁটিমাছ ধরে
বেলা যেই আসে পড়ে
                   অপরাহ্ন হলে,
দিবসের শেষে সূর্য যায় অস্তাচলে।
অজয় নদীর ধারা আঁকাবাঁকা চলে।


সাঁঝের আঁধার নামে অজয়ের চরে,
জ্বলে দীপ সন্ধ্যা হলে প্রতি ঘরে ঘরে।
সুশীতল নদীতীর
চাঁদ উঠে পঞ্চমীর
বহিছে অজয় নীর
                 দিবানিশি ধরে,
জোছনায় নদীজল ঝিকিমিকি করে।
সাঁঝের আঁধার নামে অজয়ের চরে।