অজয়ের জলরাশি .......বয়ে চলে দিবানিশি
বইছে অজয় আপন বেগে (পঞ্চম পর্ব )
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


সোনার রবি কিরণ ছড়ায়
                   অজয় নদীর চরে,
তরুর শাখে পাখিরা ডাকে
                  পরাণ পাগল করে।


অজয়ের নদীজল,
বয়ে চলে কলকল
শালিকের কোলাহল
                  বক বসে রয় চরে,
গাঁয়ের বধূ নাইতে আসে
                রাঙা মাটিপথ ধরে।
সোনার রবি কিরণ ছড়ায়
                অজয় নদীর চরে।



গরুর গাড়ি আসছে ধেয়ে
                  অজয় নদীর ঘাটে,
দুই ধারেতে গাঁয়ের চাষী
               কাস্তে নিয়ে ধান কাটে।


বেলা যেই আসে পড়ে
চাষী সবে ফিরে ঘরে,
সূর্য লুকায় নদীর চরে
                  কাঁকন তলার মাঠে,
গরুর গাড়ি আসছে ধেয়ে
                  অজয় নদীর ঘাটে।


জোছনা ঝরে নদীর চরে
                  গগনেতে চাঁদ উঠে,
সানাই বাজে দূরে কোথাও
                 অজস্র তারকা ফুটে।


অজয় নদীর বাঁকে,
রাতে নিশাচর ডাকে
দূরেতে শেয়াল হাঁকে
                রাত মরে মাথা কুটে,
অরুণ রাগে তপন জাগে
               পূব দিকে রবি উঠে।