অজয় নদীর ঘাটে... সূর্য বসে পাটে।
অজয় নদীর কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


নদীজল ঝলমল
সূর্যরশ্মি ঝরে,
প্রভাতের সোনারোদ
অজয়ের চরে।


যাত্রীদল বোঝা নিয়ে
নদী হয় পার,
এপারের লোকজন
যায় ওইপার।


নদীতটে বসে গায়
বাউলেরা গান,
নদীঘাটে আছে এক
চায়ের দোকান।


শালিকের দল আসে
উড়ে ঝাঁকে ঝাঁকে।
শাল পিয়ালের বন
অজয়ের বাঁকে।


নৌকাখানি আছে বাঁধা
নদী কিনারায়,
রাখাল বাজায় বাঁশি
সুর শোনা যায়।


নদীর ঘাটের কাছে
মহুলের বন,
মাদলের তালে নাচে
সাঁওতালীগণ।


নদী থেকে জল নিয়ে
বধূ চলে ঘরে,
সাঁঝের আঁধার নামে
অজয়ের চরে।


শেয়ালের দল আসে
ডাকে মধ্যরাতে,
রাত কাটে ভোর হয়
অজয়ের ঘাটে।