অজয় নদীর ঘাটে... সূর্য বসে পাটে।
অজয় নদীর কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বেলা যেই পড়ে আসে
অজয়ের চরে,
জল নিয়ে বধূ সব
যায় নিজ ঘরে।


পশ্চিম দিগন্তে রবি
লোহিত বরণ,
দিবা শেষে অস্ত যায়
ছড়ায় কিরণ।


পাখিদের কোলাহল
চাঁপাতলা মাঠে,
সাঁঝের আঁধার নামে
অজয়ের ঘাটে।


দূর গাঁয়ে উঠে বেজে
সাঁঝের সানাই,
জ্বলে আলো দূর গাঁয়ে
দেখিবারে পাই।


রাতের আঁধারে দেখি
জোনাকিরা জ্বলে,
আছে বসে সাধুবাবা
বটগাছ তলে।


নদীর অদূরে দেখি
নির্জন শ্মশান,
কে যেন কাঁদিছে একা
শোকে ম্রিয়মান।


রাতের আকাশে দেখি
চাঁদতারা ফুটে,
অজয়ের চরে রাতি
মরে মাথাকুটে।