গাঁয়ে আছে ছোট ঘর
              লক্ষ্মণ ভাণ্ডারী


গাঁয়ে আছে ছোট ঘর ছোট ছোট গাছ,
ছোট ছোট দিঘিজলে খেলে ছোট মাছ।
ছোট ছোট ফুল ফোটে ফুলের বাগানে,
ছোট এক আছে কূয়া গাঁয়ে মাঝখানে।


ছোট সরু গলি পথে আসে যত মেয়ে,
ছোট ছোট গরুগাড়ি চলে দ্রুত ধেয়ে।
ছোট ছোট গাছে কত ধরে কচিপাতা,
ছোট শিশু হাত ধরি হাঁটে পথে মাতা।


ছোট এক নদী আছে গ্রাম সীমানায়,
ভাটিয়ালী গায় মাঝি ছোট তরী বায়।
আপন বেগেতে ছোট নদী বয়ে চলে,
ছোট মাছ ধরে বক অজয়ের জলে।

ছোট পাখি গীত গায় নদীতটে গাছে,
অজয়ের দুই পারে ছোট গ্রাম আছে।