অজয়ের জল ...................বহে কল কল
হিমেল পরশ লাগে (দশম পর্ব)
কলমে–কবি লক্ষ্মণ ভাণ্ডারী


অজয়ের ঘাটে সারাবেলা কাটে
পার হয় যাত্রীদল,
অজয়ের চরে সারাদিন ধরে
শালিকের কোলাহল।


নদীধারে মাঠে চাষী ধান কাটে
গরু চরায় রাখাল,
সাঁঝ হলে পরে রাঙাপথ ধরে
নিয়ে আসে গরুপাল।


নামিল আঁধার ঘাটে চারিধার
অজয় নদীর বাঁকে,
জোনাকিরা জ্বলে বটতরু তলে
দূরে শেয়ালেরা হাঁকে।


চাঁদ তারা হাসে সুনীল আকাশে
ফুটফুটে জোছনায়,
অজয়ের জল বহে কল কল
অজয় বহিয়া যায়।