অজয়ের জল ...................বহে কল কল
হিমেল পরশ লাগে (পঞ্চম পর্ব)
কলমে–কবি লক্ষ্মণ ভাণ্ডারী


অজয়ের চরে সোনা রোদ ঝরে
শীতের সকাল বেলা,
শালিকের দল করে কোলাহল
সারাদিন করে খেলা।


রাঙা শাড়ি পড়া গাঁয়ের বধূরা
আসে রাঙা পথ ধরে,
অজয়ের জলে স্নান করা হলে
জল নিয়ে চলে ঘরে।


অজয়ের বাঁকে শালবন থাকে
আছে পলাশের বন,
মহুয়া তলায় মাদল বাজায়
শুনে মেতে উঠে মন।


সাঁঝের আকাশে চাঁদ তারা হাসে
নদী কুলু কুলু বয়,
রাত্রি কেটে যায় পাখি গান গায়
নতুন সকাল হয়।