অজয়ের জল ...................বহে কল কল
হিমেল পরশ লাগে (ষষ্ঠ পর্ব)
কলমে–কবি লক্ষ্মণ ভাণ্ডারী


অজয়ের জল বহে কল কল
হিমের পরশ লাগে,
নদীঘাট কাছে বটগাছ আছে
প্রভাত পাখিরা জাগে।


গাছের তলায় দোকান সাজায়
চপ ভাজে বেনে বুড়ি,
কচুরি সিঙ্গারা বেগুনি পকোড়া
আর বেচে ঝালমুড়ি।


রাঙা পথ ছাড়ি আছে গরু গাড়ি
নদীঘাটে এসে থামে,
নদী কিনারায় গাড়ি থেমে যায়
গাড়ি হতে বধু নামে।


নদীধারে মাঠে চাষি ধান কাটে
ঘরে ফেরে সাঁঝ হলে,
সূর্য অস্ত যায় কিরণ ছড়ায়
অজয় নদীর জলে।