অজয়ের জল ...................বহে কল কল
হিমেল পরশ লাগে (সপ্তম পর্ব)
কলমে–কবি লক্ষ্মণ ভাণ্ডারী


নদী তট বাঁকে বট তরু শাখে
পাখিদের বসে মেলা,
অজয়ের জল বহে ছল ছল
শীতের সকাল বেলা।


গায়ের রাখাল নিয়ে গরু পাল
হেঁটে চলে রাঙা পথে,
বোঝাই মাথায় যাত্রীদল রায়
আসে দূর গ্রাম হতে।


নদীর ধারে মাঠে চাষি ধান কাটে
পার হয়ে নদী ঘাট,
হাটুরেরা ধায় নদী কিনারায়
রবিবারে বসে হাট।


সারাদিন ধরে বেচাকেনা করে
জুটৈ গ্রামবাসী সব,
বিকাল বেলায় হাট ভেঙ্গে যায়
থেমে যায় কলরব।