অজয়ের জল ...................বহে কল কল
হিমেল পরশ লাগে (অষ্টম পর্ব)
কলমে–কবি লক্ষ্মণ ভাণ্ডারী


মোদের গাঁয়ে সীমানা পেরিয়ে
অজয় নদীর ঘাট,
গ্রাম সীমানায় দূরে দেখা যায়
কাঞ্চন তলার মাঠ।


তরুর শাখায় পাখি গান গায়
আজিকে প্রভাত বেলা
অজয়ের চরে সারা দিন ধরে
শালিকেরা করে খেলা।


রাঙাশাড়ি পরে রাঙাপথ ধরে
বধূ নিতে আসে জল,
স্নান সারা হলে বধূ ঘরে চলে
বহে নদী কল কল।


দিবসের শেষে রবি ডুবে হেসে
অজয় নদীর জলে,
শুভ্র জোছনায় আকাশের গায়
চাঁদ তারা কথা বলে।