অজয়ের জলরাশি .......বয়ে চলে দিবানিশি
বইছে অজয় আপন বেগে (অষ্টম পর্ব )
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


সারি সারি গরুগাড়ি
               চলে নদীঘাটে,
বক ওড়ে সারি সারি
               চাঁপাতলা মাঠে।


ঘাটে আসি গাড়ি থামে
গাড়ি হতে বধূ নামে
চলেছে আপন গ্রামে
               একা পতির সাথে।
নদীপার হয়ে যায়
               ঘোমটা দিয়ে মাথে।


অজয়ের নদীঘাটে
পড়ে আসে বেলা,
শালিকের দল এসে
               নিত্য করে খেলা।


শালবন নদীবাঁকে
              পাখি কিচিমিচি ডাকে
টিয়া আসে ঝাঁকে ঝাঁকে
              জমে পাখিদের মেলা।
পশ্চিমেতে রবি ঢলে
               শেষ দিবসের খেলা।


সোনালী আলোয় ভরে
                 অজয়ের চর,
পশ্চিমে লুকায় রবি
                 বনের ভিতর।


সাঁঝের আঁধার নামে
দীপ জ্বলে গ্রামে গ্রামে
জোছনায় ধরাধামে
              রাতি মনোহর।
রাতি কাটে ভোর হয়
              অজয়ের চর।