অজয়ের জলরাশি .......বয়ে চলে দিবানিশি
বইছে অজয় আপন বেগে (নবম পর্ব )
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


অজয়ের জলধারা
             শুধু বয়ে চলে,
ছল ছল কল কল
             কত কথা বলে।


ঘন লাল রং মেখে
ওঠে রবি পূবদিকে
চলে নদী এঁকেবেঁকে
              আপন খেয়ালে,
সোনালী আলোক ঝরে
              অজয়ের জলে।


অজয় নদীর ধারা
              অবিরত বয়,
রাখাল গরুর পাল
              নিয়ে পার হয়।


অজয়ের নদীজল
বয়ে চলে কলকল
দিবারাতি অবিরল
              কত কথা কয়,
ছল ছল কল কল
              বেগে নদী বয়।
অজয় নদীর ধারা
               অবিরত বয়।


দুইধারে গাছপালা
               অজয়ের বাঁকে,
শাল পিয়ালের বনে
               টিয়া ঝাঁকে ঝাকে।


অজয়ের নদীচরে
কত পাখি খেলা করে
জলে বক মাছ ধরে
               গাছে পাখি ডাকে,
অদূরে শ্মশান ঘাট
               শেয়ালেরা হাঁকে।
দুইধারে গাছপালা
               অজয়ের বাঁকে।