অজয়ের জলরাশি .......বয়ে চলে দিবানিশি
বইছে অজয় আপন বেগে (সপ্তম পর্ব )
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


অজয়ের নদীচরে
                   লোকজন মেলা,
বসেছে আজিকে হাট
                   প্রভাতের বেলা।


হাটুরেরা চলে হাটে
অজয়ের নদীঘাটে
সারাদিন বেলা কাটে
                  নিত্য নব খেলা।


রাঙাপথে সবে হাঁটে
                 পড়ে আসে বেলা।


সারাদিন হাট বসে
                  বিকালের পরে,
ক্রেতা বিক্রেতার দল
                 ফিরে যায় ঘরে।


রাঙাপথে গরুগাড়ি
চলে দ্রুত সারি সারি
ঘাট হতে দেয় পাড়ি
                  রাঙাপথে ধরে,
সূর্যি ডুবে পশ্চিমেতে
                  অজয়ের চরে।