অজয়ের জলরাশি .......বয়ে চলে দিবানিশি
বইছে অজয় আপন বেগে (ষষ্ঠপর্ব )
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


অজয় নদীর ধারা
                 বয়ে চলে অবিরাম,
দিবানিশি বয়ে চলে
                  নদী নাহিক বিরাম।


অজয়ের নদীজল
বয়ে চলে কলকল
দিবারাতি অবিরল
                    বয়ে চলে অবিশ্রাম
অজয়ের জলে পুষ্ট
                    খেতমাঠ সারাগ্রাম।
অজয় নদীর ধারা
                    বয়ে চলে অবিরাম।


দুইপারে গাছপালা
                    অজয় নদীর বাঁকে,
শাল পিয়ালের বনে
                    পাখি উড়ে ঝাঁকেঝাঁকে,


অজয়ের নদীচরে,
শালিকেরা খেলা করে
জলে বক মাছ ধরে
                      গাছে গাছে পাখি ডাকে,
শাল পিয়ালের বন
                      অজয় নদীর বাঁকে।


বেলা পড়ে আসে যবে
                        অজয়ের ঘাটে,
পশ্চিম দিগন্তে লাল
                        সূর্য বসে পাটে।


দীপ জ্বলে গ্রামে গ্রামে
রাঙা মাটি পথ বামে
সাঁঝের আঁধার নামে
                       কাঁকন তলার মাঠে।
থেকে থেকে শেয়ালেরা
                       ডেকে উঠে মাঝরাতে।