অজয়ের কলতান .....প্রভাত পাখির গান
কুলু কুলু বইছে অজয় নদী (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


গ্রাম সীমানায় আছে অজয়ের চর,
অজয়ের জলধারা বহে নিরন্তর।
হাঁটুজলে যাত্রীদল হয়ে যায় পার,
নদীবাঁকে গাছপালা আছে দুইধার।


শাল পিয়ালের বন আম বন দূরে,
রাখাল বাজায় বাঁশি রাখালিয়া সুরে।
সেই সুর ভেসে আসে নদী মোহনায়,
শঙ্খচিল ভেসে চলে আকাশের গায়।


শালিকের দল এসে চরে করে খেলা,
নীড়ে ফিরে যায় সবে হলে সাঁঝবেলা।
সাঁঝের সানাই বাজে দূরে কোন গাঁয়ে,
কাঁকন তলার মাঠ নদীঘাট বাঁয়ে।


জোছনায় নদীজল ঝিকিমিকি করে,
রাত কাটে ভোর হয় অজয়ের চরে।