অজয়ের কলতান .....প্রভাত পাখির গান
কুলু কুলু বইছে অজয় নদী (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


অজয় নদীর পাড়ে ছোট গ্রামখানি,
গাঁয়ে আছে স্বর্গসুখ আমি ভাল জানি।
গাঁয়ের আপন সব কেহ নয় পর,
একসাথে মিলিমিশে সুখে বাঁধে ঘর।


এপারে ওপারে গ্রাম মাঝে নদী বয়,
অবিরাম কুলু কুলু বহিছে অজয়।
অজয়ের নদীবাঁকে সেগুনের বন,
সেই বনে কাঠ কাটে সাঁওতালগণ।


রবিবারে হাট বসে অজয়ের তীরে,
বিক্রেতার কলরব ক্রেতাদের ভিড়ে।
বিকালের ভাঙা হাটে সোনারোদ ঝরে,
বেচা কেনা সেরে সবে যায় নিজ ঘরে।


দিবা শেষে নদী ঘাটে নামিল আঁধার,
জোনাকিরা গাছেগাছে জ্বলে চারিধার।