আমাদের দাদুভাই শঙ্খশুভ্র নাম,
বিছানায় শুয়ে শুয়ে হাসে অবিরাম।
যুবরাজ নাম তার যুবি নামে ডাকে,
ডাক শুনে দাদুভাই শুধু চেয়ে থাকে।


হাত আর পা ছুঁড়ে সে দোলনা নাচায়,
চিত্কারে সারাঘর একেলা মাতায়।
কেউ যদি তার কাছে দোল দোল বলে,
তাই শুনে দাদুভাই হেলে আর দুলে।


আদরের দাদুভাই সবার আপন,
কান্নাভুলে হাসিখুশি থাকে সারাক্ষণ।
শৈশবের দিন তার কাটে খেলে হেসে,
স্মৃতির পাতায় জমা হয় অবশেষে।


ছোটশিশু শিক্ষা দেয় কান্না ভুলে থাকো,
সুখে কাটাও জীবন দুঃখ দূরে রাখো।
কান্না দিয়ে শুরু হয় জীবন সবার,
কান্না ভুলে থাকো খুশি জগত মাঝার।