গাঁয়ে আছে স্নেহ ছায়া আছে যে মমতা,
গাছে গাছে পাখি ডাকে হেরি তরুলতা।
পূব দিকে উঠে রবি সোনার বরণ,
পাখিদের গান শুনে হরষিত মন।


কেহ মোর পর নয় আপন সবাই,
সুখে হাসি দুখে কাঁদি মোরা ভাই ভাই‌।
গাঁ আমার মা আমার সুখ স্বর্গধাম,
ছোট বটে তবু প্রিয় আমাদের গ্রাম।


ফুলবনে ফুল ফোটে পাখি গীত গায়,
অজয়ের নদীঘাটে মাঝি খেয়া বায়।
সাঁঝের বেলায় হেথা নামে অন্ধকার,
দূর থেকে আসে ভেসে শঙ্খের ঝঙ্কার।


চাঁদ ওঠে তারা ফোটে আকাশ মাঝার,
জোছনায় মুছে যায় গাঁয়ের আঁধার।